বিনোদন

তারেক মাসুদের প্রয়াণ দিবস আজ

বিনোদন প্রতিবেদন

দেশে স্বাধীন ধারার চলচ্চিত্রে নতুন সম্ভাবনা তৈরি করেছিলেন নির্মাতা তারেক মাসুদ। ২০১১ সালের আজকের দিনে সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি।

মানিকগঞ্জে গিয়েছিলেন ‘কাগজের ফুল’ ছবির শুটিং লোকেশন দেখতে। ফেরার পথে দুর্ঘটনায় তাঁর সঙ্গে সফরসঙ্গী ও চিত্রগ্রাহক মিশুক মুনীরও মারা যান। তাদের এই চলে যাওয়া বাংলাদেশের চলচ্চিত্র-সংস্কৃতিকে অপূরণীয় ক্ষতির সম্মুখীন করেছে। যে শূন্যস্থান কোনোভাবেই পূরণ হবার নয়।

তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি ‘মাটির ময়না’ (২০০২) দিয়ে বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছিলেন। কান উৎসবের ডিরেক্টরস ফোর্টনাইট বিভাগে জায়গা করে নিয়েছিল ছবিটি। পরবর্তীতে ‘অন্তর্যাত্রা’, ‘রানওয়ে’ কিংবা প্রামাণ্যচিত্র ‘আদম সুরত’, ‘মুক্তির গান’ চলচ্চিত্রের মাধ্যমে দর্শকের হৃদয়ে আলোড়ন তোলেন।

বাংলাদেশের চলচ্চিত্রকে আন্তর্জাতিক কাতারে নিয়ে যাওয়াসহ চলচ্চিত্রে বিকল্প ধারা প্রচলন করেন ‘মাটির ময়না’খ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ। তিনি ছিলেন একাধারে চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার, লেখক এবং গীতিকারও। চলচ্চিত্রের প্রতিটি বিভাগে তার যোগ্যতা তিনি তার সিনেমায় প্রমাণ করে গেছেন। 

এসআই/

এ সম্পর্কিত আরও পড়ুন তারেক