জাতীয়

ফারুক-ই-আজম পেলেন যে মন্ত্রণালয়

বায়ান্ন প্রতিবেদন

আজ সকালে উপদেষ্টা হিসেবে শপথ নেয়া বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজমকে (বীর প্রতীক) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ নেন ফারুক-ই-আজম। জাতীয় সংগীতের মধ্যে দিয়ে ফারুক-ই-আজমের শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়। এরপর কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। 

প্রধান উপদেষ্টার অধীনে ২৫টি মন্ত্রণালয় থেকে ফারুক-ই-আজমকে একটি মন্ত্রণালয় দেয়া হয়েছে। এতে প্রধান উপদেষ্টার অধীনে মন্ত্রণালয় এবং বিভাগের সংখ্যা এখন ২৪ এ নেমে আসলো।

অন্তর্বর্তীকালীন সরকারের ১৭ উপদেষ্টার মধ্যে উপদেষ্টা ফারুক-ই-আজম যুক্তরাষ্ট্রে থাকার কারণে শপথ নিতে পারেননি। রোববার রাতে দেশে আসেন তিনি।

এর আগে গেলো ৮ আগস্ট প্রধান উপদেষ্টা ড. ইউনূসসহ ১৪ জন উপদেষ্টা শপথ নিয়েছিলেন। পরে রোববার (১১ আগস্ট) আরও দুই উপদেষ্টা শপথ নেন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন ফারুক-ই-আজম | মন্ত্রণালয়