পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে চার পেসার খেলাতে পারে বাংলাদেশ। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে দুই দল প্রথম টেস্ট ম্যাচটি খেলবে।
বুধবার (১৪ আগস্ট) গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুশতাক।
বাংলাদেশ দল সবশেষ চার পেসার খেলিয়েছে ২০০৩ সালে, অস্ট্রেলিয়ার বিপক্ষে। এরপর আর চার জন পেসার নিয়ে খেলেনি তারা। গণমাধ্যমের সঙ্গে আলাপ করতে গিয়ে পাকিস্তানের সাবেক লেগ স্পিনার মুশতাক বলেন, ‘কন্ডিশনের ওপর এখানে সবকিছু নির্ভর করছে। কন্ডিশন যেমন হবে, সেভাবে প্রস্তুত হয়েই মাঠে নামব। যদি উইকেটে ঘাস থাকে, আমরা চার পেসার নামিয়ে দেব, আমাদের বেশ ভালো (কয়েকজন) পেসার রয়েছে।‘
পাকিস্তান সফরের দলে বাংলাদেশ স্কোয়াডে পেসার আছেন; নাহিদ রানা, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ। টেস্ট থেকে বিরতি নেওয়ার কথা বলেছিলেন তাসকিন। তবে তিনি আবারও ফিরেছেন সাদা পোশাকে। এই পেসার এর আগে সবশেষ টেস্ট খেলেন এক বছর আগে।
বাংলাদেশের পেসারদের প্রসঙ্গে মুশতাক আহমেদ বলেন, ‘আমার মতে, বাংলাদেশের একটি ভালো ব্যাপার হচ্ছে, দলে এখন বেশ ভালো কয়েকজন পেসার রয়েছে। অনুশীলনেই আপনারা ওদের দেখবেন। আমি মনে করি, তারা ঠিক দিকেই এগোচ্ছে। হয়তো কিছুটা সময় লাগবে। তারা যদি শিখতে থাকে এবং নিজেদের ওপর বিশ্বাস রাখে, তাহলে আশা করছি, তারা পার্থক্য গড়ে দিতে পারবে এবং বিদেশের মাটিতেও ম্যাচ জিততে পারবে।‘
বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কারণে দল পাকিস্তানে পৌঁছায় কিছুটা আগে। যদিও বাংলাদেশের যাওয়ার কথা ছিল ১৭ আগস্ট।
এম এইচ//