পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন মাসরুর রিয়াজ।
শনিবার (১৭ আগস্ট) মাসরুর রিয়াজ নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে মাসরুর রিয়াজকে চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া নিয়ে বিতর্ক উঠে। অসন্তোষ দেখা দেয় বিএসইসির কর্মকর্তাদের মধ্যে। এক পর্যায়ে আজ শনিবার নিজের অবস্থান ব্যাখ্যা করে বিবৃতি দিয়েছেন মাশরুর রিয়াজ।
বিবৃতিতে তিনি বলেন, দেশের এই গুরুত্বপূর্ণ সময়ে তার বর্তমান অবস্থান থেকে দেশের ও অর্থনীতির জন্য আরও বড় পরিসরে কাজ করতে পারবেন বলে তিনি মনে করেন। একজন অর্থনীতিবিদ হিসেবে সামগ্রিক অর্থনীতি, বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ এবং আর্থিক খাত সংক্রান্ত নীতি বিশ্লেষণ, সংস্কার কৌশল ও সংলাপের মাধ্যমে দেশের কল্যাণে কার্যকর নীতি প্রণয়ন ও সংস্কার বাস্তবায়নের ক্ষেত্রে ভূমিকা রাখার সুযোগ রয়েছে। এসব বিবেচনায় তিনি সবিনয়ে বিএসইসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন।
এসময় অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্র মেরামতের ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ প্রচেষ্টায় তার অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতা করবেন বলেও প্রতিশ্রুতি দেন।
আই/এ