দেশজুড়ে

পাগলা মসজিদের দানবাক্সে মিললো যত টাকা

বায়ান্ন প্রতিবেদন

ছবি: পাগলা মসজিদ

কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক পাগলা মসজিদের ৯টি দানবাক্স খুলে এবার পাওয়া গেছে ৭ কোটি ২২ লাখ ১৩ হাজার ৪৬ টাকা। 

শনিবার (১৭ আগস্ট) সকালে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ ও পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়।

এবার ৯টি দান সিন্দুক খুলে রেকর্ডসংখ্যক ২৮ বস্তা টাকা, বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে। ৩ মাস ২৬ দিন পর আজ দানবাক্স খোলা হয়।

কিশোরগঞ্জ জেলা শহরের নরসুন্দা নদীর তীরের ঐতিহাসিক পাগলা মসজিদের সিন্দুকগুলা তিন থেকে চার মাস পরপর খোলা হয়। এর আগে গত ২০ এপ্রিল খোলা হয়েছিলো দান সিন্দুকগুলো। তখন ২৭টি বস্তার মধ্যে রেকর্ড ৭ কোটি ৭৮ লাখ ৬৭ হাজার ৫৩৭ টাকা পাওয়া গিয়েছিলো।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন পাগলা মসজিদ