আওয়ামী লীগ

দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগ ছাড়লেন ইউপি চেয়ারম্যান

বায়ান্ন প্রতিবেদন

ফাতেহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মাসুদ ছবি: সংগৃহীত

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করলেন ফাতেহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মাসুদ। 

শনিবার (১৭ আগস্ট) নিজ বাড়ির ছাদে বসে দুধ দিয়ে গোসল করেন তিনি।

এ সময় তিনি গণমাধ্যমে বলেন, আমি স্বেচ্ছায় সজ্ঞানে ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করলাম। আর কখনো আওয়ামী লীগ করবো না। পাশাপাশি আর কোনো দলের রাজনীতি করবেন না বলেও ঘোষণা দেন তিনি।

ওই ইউপি চেয়ারম্যান বলেন, গত ৪ আগস্ট দেবিদ্বার সদরে কি হবে তা জানতাম না। দলের সিনিয়র নেতৃবৃন্দ ভুল বুঝিয়ে বাড়ি থেকে নিয়ে গেছে। তারা বলেছেন নিহতদের স্মরণে শোক র‍্যালি হবে। সেখা‌নে গিয়ে দেখলাম ছাত্র-জনতার সঙ্গে তারা সংঘর্ষে জড়িয়ে‌ছে। এই ঘটনায় খুবই ল‌জ্জাবোধ করছি।

তিনি আরও জানান, দীর্ঘ‌দিন আওয়ামী লী‌গের রাজনী‌তি করলেও, দল থেকে কখ‌নও স্বীকৃ‌তি পাইনি। নৌকা প্রতীক দেয়া হয়নি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে জনগণের ভোটে ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। কখনোই ছাত্র-জনতার বিপক্ষের লোক ছিলাম না বলেও জানান তিনি।

এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন দুধ | পদত্যাগ