ব্যাংক

ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনে নতুন নির্দেশনা

বায়ান্ন প্রতিবেদন

বাংলাদেশ ব্যাংক ছবি: সংগৃহীত

নিরাপত্তার স্বার্থে ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের সর্বোচ্চ সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ নিয়ম প্রযোজ্য হবে বলে ব্যাংকগুলোকে খুদে বার্তা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। এরই ধারাবাহিকতায় রোববার (১৮ আগস্ট) থেকে টাকা উত্তোলনে নতুন নির্দেশনা দেয়া হয়েছে।

শনিবার (১৭ আগস্ট) রা‌তে বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো এক জরুরি বার্তায় সরকারি-বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের এ নির্দেশনা দেয়া হয়েছে। একাধিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 নির্দেশনা অনুযায়ী, এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক নতুন সপ্তাহে যে কোনো ব্যাংক থেকে চেকের মাধ্যমে নগদ ৩ লাখ টাকা পর্যন্ত তোলার সীমা নির্ধারণ করে দিয়েছে। ‘নিরাপত্তার কারণ’ দেখিয়ে ব্যাংকগুলোকে এই নির্দেশনা মেনে চলতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।
 
উল্লেখ্য, গত সপ্তাহে নগদ তোলার সুযোগ ছিল সর্বোচ্চ ২ লাখ টাকা। আর  ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর ব্যাংকিং লেনদেনে নিয়ন্ত্রণমূলক পদক্ষেপের অংশ হিসেবে চেকের মাধ্যমে ১ লাখ টাকার বেশি তুলতে না দেয়ার নির্দেশনা দেয়া হয়েছিল। 

এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন নগদ টাকা | ব্যাংক