ব্যাংক

রোববার নতুন নোট দিবে বাংলাদেশ ব্যাংক

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

আগামী রোববার (১ জুন) থেকে বাংলাদেশ ব্যাংক বাজারে নতুন ১০০০, ৫০ ও ২০ টাকার নোট ছাড়বে। এই নোটগুলো প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয় থেকে পাওয়া যাবে। পরে অন্যান্য শাখাগুলোতে বিতরণ করা হবে। নতুন নোটগুলোর ডিজাইন ও প্রতীকে কিছু পরিবর্তন করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে বৃহস্পতিবার (২৯ মে) বাংলাদেশ ব্যাংক সংবাদ বিজ্ঞপ্তিতে পাঠিয়েছে। 

নতুন নোটগুলোর সাথে বর্তমানে প্রচলিত কাগুজে নোট ও ধাতব মুদ্রাও বাজারে চলতে থাকবে। এছাড়া, মুদ্রা সংগ্রাহকদের জন্য ১০০০, ৫০ ও ২০ টাকার নমুনা নোটও ছাপানো হয়েছে। এসব নমুনা নোট বিনিময়যোগ্য নয়। এই নমুনা নোটগুলো রাজধানীর মিরপুরে টাকা জাদুঘর থেকে নির্ধারিত মূল্যে সংগ্রহ করা যাবে।

   ১০০০ টাকার নোট

১০০০ টাকার নোটের আকার হবে ১৬০ মিমি x ৭০ মিমি এবং এটি ১০০% সুতি কাগজে মুদ্রণ করা হয়েছে। নোটটির জলছাপ হিসেবে থাকবে রয়েল বেঙ্গল টাইগারের মুখ। নোটের সামনের বাঁ পাশে থাকবে সাভারে জাতীয় স্মৃতিসৌধের ছবি। নোটের মাঝখানে থাকবে জাতীয় ফুল শাপলার ছবি।

পেছনে দেখা যাবে জাতীয় সংসদ ভবনের ছবি। এই নোটটিতে ১৩ ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য সংযোজন করা হয়েছে। যার মধ্যে অন্যতম হল একটি ৫ মিমি চওড়া নিরাপত্তা সুতা। বিভিন্ন ভাবে ধরলে এই সূতার রঙ পরিবর্তিত হবে। 

      ৫০ টাকার নোট

৫০ টাকার নোট ১৩০ মিলিমিটার লম্বা। আর প্রশস্থ হবে ৬০ মিলিমিটার। এটিও শতভাগ সুতি কাগজে মুদ্রিত। নোটটির জলছাপ হিসেবে থাকবে রয়েল বেঙ্গল টাইগারের মুখ। এর আধিক্য থাকবে গাঢ় বাদামি রঙে।

নোটটির সামনের বাঁ পাশে থাকবে আহসান মঞ্জিলের ছবি। পেছনে থাকবে জয়নুল আবেদিনের চিত্রকর্ম ‘সংগ্রাম’। এতে ৮ ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য যোগ করা হয়েছে। যেমন নিরাপত্তা সুতার রং পরিবর্তন হবে। 

২০ টাকার নোট

২০ টাকার নোট ১২৭ মিলিমিটার লম্বা। আর পাশে হবে ৬০ মিলিমিটার। এই নোটও শতভাগ সুতি কাগজে ছাপানো হয়েছে। এই নোটে  রয়েল বেঙ্গল টাইগারের মুখের জলছাপ আছে। আর আধিক্য থাকবে সবুজ রঙের। নোটটির সামনের বাঁ পাশে থাকবে কান্তজিউ মন্দিরের ছবি।

পেছনে থাকবে পাহাড়পুর বৌদ্ধবিহারের ছবি। ২০ টাকার নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য হিসেবে ৫টি ফিচার রয়েছে। যার মধ্যে গুরুত্বপূর্ণ হল আলোর বিপরীতে ‘২০’ লেখা দৃশ্যমান হওয়া । 

   বঙ্গবন্ধুর ছবি

আগে সব টাকা ও ধাতব মুদ্রায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ছিল। গেল এপ্রিল মাসে বাংলাদেশ ব্যাংক সেসব নতুন নোট বাজারে ছাড়ার বন্ধ করে দেয়। একারণে বাংলাদেশ ব্যাংক ও ব্যাংকগুলোর কাছে থাকা নতুন নোট বাজারে আসেনি। ফলে পুরনো ও ছেঁড়া নোটের সংকট সৃষ্টি হয়েছিল। তবে আগামী ১ জুন থেকে নতুন নোট বাজারে আসলে এই সংকট অনেকটাই দূর হবে।

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #১০০০, ৫০ ও ২০ টাকার নোট #বাংলাদেশ ব্যাংক