শেরপুরের নালিতাবাড়ি উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকায় শুটিং চলাকালীন বন্য হাতির আক্রমণের ঘটনা ঘটেছে। বুধবার (২৮ মে) সকালে ‘শাপলা শালুক’ সিনেমার শুটিং চলাকালীন একদল হাতি এসে সেটের কিছু অংশ ভাঙচুর করে। আতঙ্কে ছোটাছুটির সময় আহত হন কয়েকজন শিল্পী এবং সেখানে উপস্থিত কিছু মানুষ।
ঘটনাটি সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী জয়া আহসান। একটি নিউজ কার্ড শেয়ার করে তিনি তার ফেসবুক একাউন্টে লেখেন, এই আরেক উপদ্রব বনের ভেতর। বন বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি। মন চাইলেই লাইট ক্যামেরা অ্যাকশন শুরু করা যায়?
তিনি আরও প্রশ্ন তোলেন, মাইকের শব্দ, বর্জ্য, গান এসব কি সংবেদনশীল জায়গায় অনুমোদনযোগ্য?
জয়ার পোস্টে অনেকেই একমত প্রকাশ করেন। এক নেটিজেন লেখেন, বিঘ্ন ঘটাচ্ছে শুটিং টিম অথচ দোষ হচ্ছে হাতির!
পরিচালকের ভাষ্যমতে, শুটিং শুরুর আগে জানা যায়নি যে এলাকায় নিয়মিত হাতির আনাগোনা রয়েছে। বর্তমানে আতঙ্ক দূর করতে সেটের চারপাশে আলো জ্বালিয়ে শুটিং করা হচ্ছে।
২১ মে থেকে শুরু হওয়া এই ছবিতে অভিনয় করছেন শবনম বুবলী, সজল, সুমন আনোয়ার, আয়মান শিমলা, দিলরুবা দোয়েল প্রমুখ।
এসকে//