আন্তর্জাতিক

শপথ নিলেন থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা

আন্তর্জাতিক ডেস্ক

থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা ছবি: Lillian Suwanrumpha/AFP

থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পেতংতার্ন সিনাওয়াত্রা। তিনি দেশটির সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার মেয়ে। 

রোববার (১৮ আগস্ট) রাজকীয় স্বাক্ষর গ্রহণ ও অনুমোদনের পর প্রধানমন্ত্রী পেতংতার্ন শপথ গ্রহণ করেন। 

সম্প্রতি, থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর পদ থেকে স্রেথা থাভিসিনকে দেশটির সাংবিধানিক আদালত পদচ্যুত করে। 

গণমাধ্যম রয়টার্সের তথ্যমতে, শুক্রবার (১৬ আগস্ট) থাইল্যান্ডের পার্লামেন্টে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। এর একদিন আগে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য পেতংতার্নের নাম ঘোষণা করা হয়।

থাইল্যান্ডের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন পেতংতার্ন। এর আগে ইংলাক সিনাওয়াত্রা দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন। যিনি পেতংতার্নের সম্পর্কে ফুফু হন।

থাকসিন পরিবারের দল ফেউ থাই পার্টি পেতংতার্নকে প্রার্থী হিসেবে বাছাই করে। জোটের বাকি দলগুলো আর কোনো প্রার্থী দেয়নি। 

পেতংতার্ন ২০২২ সালে রাজনীতিতে প্রবেশ করেন। এর আগে পরিবারের হোটেল ব্যবসা দেখভালের দায়িত্বে ছিলেন তিনি। ২০২৩ সালের সাধারণ নির্বাচনে দলীয় কার্যক্রমের সঙ্গে দেখা গেছে এই নতুন প্রধানমন্ত্রীকে।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন থাইল্যান্ড | পেতংতার্ন সিনাওয়াত্রা | প্রধানমন্ত্রী