জাতীয়

এই সরকার বানে ভেসে আসেনি: রেল উপদেষ্টা

বায়ান্ন প্রতিবেদন

রেল উপদেষ্টা ফাওজুল কবীর খান ছবি: সংগৃহীত

এই সরকার বানে ভাসা সরকার না। মধ্যরাতের সরকার না। কোনো থানার ওসির সরকারও না। বলেছেন রেল উপদেষ্টা ফাওজুল কবীর খান।

সোমবার (১৯ আগস্ট) রেলভবনে এক সংবাদ সম্মেলনে  তিনি এসব কথা বলেন।

ফাওজুল কবীর খান বলেন, রেলের ক্ষেত্রে পরিসংখ্যান নয় বরং সেবার বিবেচনায় মূল্যায়ন করা হবে। টিকিটিংয়ে স্বচ্ছতা-জবাবদিহিতা ও তদারকি জোরদার করতে হবে। রেলের জমি নিয়ে কোনো নয়ছয় করতে দেয়া হবে না।

রেলপথ উপদেষ্টা বলেন, বিভিন্ন সময়ে টিকিট চুরি করা আইডিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা এরইমধ্যে নেয়া শুরু হয়ে গেছে। সব ফলাফল একসাথে পাওয়া যাবে না। কাজের ধরণ বুঝে সমাধান হতে হবে।ব্যায় সংকোচন নীতি মানতে হবে। সবধরনের অপচয় ঠেকাতে হবে। দুর্নীতি ঠেকাতে হবে মূল জায়গা থেকে, তাহলো অন্য অঙ্গগুলো এ সুযোগ পাবে না। 

ফাওজুল কবীর আরও বলেন, দায়িত্ব-কর্তব্যে অবহেলা করলে চেয়ার ছেড়ে দিতে হবে। আমি না পারলে আমিও ছেড়ে দেব। সব ফলাফল একসাথে পাওয়া যাবে না। কাজের ধরণ বুঝে সমাধান হতে হবে।

নিজের সম্পত্তির হিসাব দিয়ে আওতাধীন মন্ত্রণালয়গুলোর কর্মচারীদের সম্পত্তির হিসাব নেয়া শুরু হবে বলেও হুঁশিয়ার দেন ফাওজুল কবীর খান।


এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন সরকার