বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির অস্থিরতা এখনো কাটেনি। এরমধ্যে আগামী অক্টোবর মাস থেকে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকেও নানা বার্তা শোনা যাচ্ছে। তাতে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশে টুর্নামেন্ট আয়োজন হবে কি না, তা এখনো বোঝা যাচ্ছে না। এরমধ্যে এসব নিয়ে কথা বলেছেন অস্ট্রেলিয়া নারী দলের অধিনায়ক অ্যালিসা হিলি।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে হিলি বলেন, ‘ওখানে (বাংলাদেশে) গিয়ে ক্রিকেট খেলার ব্যাপারটা এখনো আমি বুঝতে পারছি না। আমার মনে হয় এটা ভুল হবে। একটা দেশ যেখানে সংকটের মধ্যে রয়েছে, এই অবস্থায় তাদের সম্পদ ও সুবিধাগুলো অন্য জায়গায় ব্যবহার করা দরকার। যখন মানুষ মারা যাচ্ছে, তাদের সাহায্যের জন্য তো এসব প্রয়োজন।‘
হিলি যোগ করেন, ‘সেখানে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের চেয়ে আরও গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। তবে এসব সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আইসিসির ওপর।‘
চলতি বছরের মার্চ-এপ্রিল মাসে অস্ট্রেলিয়া নারী দল ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশে। এর আগে ২০১৪ সালে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশে আসে অজি নারীরা।
এম এইচ//