আর্কাইভ থেকে বাংলাদেশ

নৌকাডুবিতে নিহত ৬৯ জনের পরিবার পেল ৫৫ হাজার টাকা

নৌকাডুবিতে নিহত ৬৯ জনের পরিবার পেল ৫৫ হাজার টাকা

পঞ্চগড়ের বোদা উপজেলার আউলিয়া ঘাটে করতোয়া নদীতে নৌকাডুবিতে মৃত ৬৯ জনের পরিবারকে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে মাড়েয়া বামনহাট ইউনিয়ন পরিষদ চত্বরে মৃতদের পরিবারের হাতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৫০ হাজার টাকা এবং রেড ক্রিসেন্টের পক্ষ থেকে ৫ হাজার টাকা ও দুই বস্তা শুকনো খাবার তুলে দেয়া হয়। 

পঞ্চগড়ের জেলা প্রশাসক জহুরুল ইসলামের সভাপতিত্বে মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে রেলপথ মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য নূরুল ইসলাম সুজন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আতিকুল হক, রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম ও পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল আলীম মাহমুদ প্রমুখ বক্তব্য দেন।

এ সময় বক্তারা বলেন, পঞ্চগড় ও দেশের ইতিহাসে নৌকাডুবিতে এত মানুষ মারা যাওয়ার ঘটনা স্মরণীয় হয়ে থাকবে। এ শোক কখনো সহ্য করার মতো না। তারপরও পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। ঘটনার দিন ২০ হাজার টাকা ও পরে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২৫ হাজার টাকা দিয়েছেন।  আজ নগদ ৫৫ হাজার টাকা দেয়া হল। সেই সঙ্গে দুর্যোগের সময় যে খাবার দেয়া হয় তা দুই বস্তা দেয়া  হয়েছে। আর খুব শিগগিরই আউলিয়া ঘাট থেকে বদেশ্বরী ঘাটে যাওয়ার জন্য সেতু নির্মাণের কাজ শুরু হবে।   

উম্মে রুম্মান 

এ সম্পর্কিত আরও পড়ুন নৌকাডুবিতে | নিহত | ৬৯ | জনের | পরিবার | পেল | ৫৫ | হাজার | টাকা