দেশের সর্বোচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকারকে অবৈধ ঘোষণা করেছেন। সেখানে ফিরে যাওয়ার কোন সুযোগ নেই। বললেন আইনমন্ত্রী আনিসুল হক ।
আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিশ্ব নৌ দিবস উপলক্ষে রাজধানীর একটি হোটেলে নৌপরিবহন অধিদপ্তর আয়োজিত বিশেষ সেমিনার শেষে আইনমন্ত্রী আনিসুল হক এই কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের জনগণ আইনের শাসনে বিশ্বাসী। তারা দেশের সর্বোচ্চ আদালতকে সম্মান করে। দেশের সর্বোচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে অবৈধ ঘোষণা করেছেন। তাই বিএনপি যতই আন্দোলন করুক, রাজনীতি করুক, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আর ফেরার নেই।
র্যাবের উপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে আইনমন্ত্রী বলেন, আমার মনে হয় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের আরও কিছুদিন বাংলাদেশে থেকে দেখে তারপর এই বক্তব্য দেয়া উচিত ছিল। তিনি আরও কিছুদিন থাকার পর বুঝতে পারবেন মানবাধিকার পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। কারণ আমি বিশ্বাস করি জনগণের মানবাধিকার উন্নয়নে জননেত্রী শেখ হাসিনা অনেক অগ্রগতি করেছেন।
বিপ্লব আহসান