রাওয়ালপিন্ডি টেস্টে ডাবল সেঞ্চুরি হলো না মুশফিকুর রহিমের। খুব কাছাকাছি গিয়ে সুযোগ মিস হলো এই ব্যাটারের। যখন ১৯১ রান নিয়ে স্ট্রাইক প্রান্তে অবস্থান করছিলেন, তখন মোহাম্মদ আলীর ডেলিভারিতে ফিফথ স্টাম্প বরাবর বল স্কোয়ার কাট করতে গিয়ে এজ হন মুশফিক। আক্ষেপ নিয়েই ফিরতে হয় তাকে।
২২ টি চার, ১ টি ছক্কা সহ ৩৪১ বল খেলে ১৯১ রানে শেষ হয় মুশফিকের ইনিংস। অন্যপ্রান্তে তখন ৬৪ রানে অপরাজিত মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশ দল এখন ৫০০ পেরিয়ে ছুটছে। লিডও বাড়ছে আস্তে আস্তে। আজ দিনের শুরুতে মুশফিকের সাথে থাকা লিটন দাস ফিরেছেন। এরপর মিরাজকে সঙ্গে নিয়ে এগিয়ে যাচ্ছিলেন বাংলাদেশের ‘মিস্টার ডিপেন্ডেবল’।
সেঞ্চুরি করলেন, এরপর দেড়’শ রানের কোটাও পূরণ হলো। কিন্তু ডাবল সেঞ্চুরির আগে আগে এসে খেই হারিয়ে ফেললেন যেন। অফ স্টাম্পের বাইরে থাকা মোহাম্মদ আলীর ডেলিভারিতে ব্যাট না চালালেও পারতেন। কিন্তু ব্যাট চালিয়ে বিপদ আনলেন। আর ফিরতে হলো অনেকখানি আক্ষেপ নিয়ে।
এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরি মুশফিকের, তিনটি। আজ আরেকটি দ্বিশতক হলে সংখ্যাটা চারে চলে যেত।
এম এইচ//