আন্তর্জাতিক

ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক

ছবি- এনডিটিভি

খারাপ আবহাওয়ার মধ্যে ভারতের পুনেতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। AW ১৩৯ নামের হেলিকপ্টারটি মুম্বাইয়ের জুহু থেকে হায়দ্রাবাদে যাচ্ছিল। যাওয়ার সময় পুনের পাউড এলাকায় বিধ্বস্ত হয়। বিধ্বস্তের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।    

শনিবার (২৪ আগস্ট) ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

পত্রিকাটি বলছে, দুর্ঘটনা কবলিত হেলিকপ্টারে থাকা চারজনই প্রাণে বেঁচে গেছেন। তবে হেলিকপ্টারের ক্যাপ্টেন আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়েছে। হেলিকপ্টারটি গ্লোবাল ভেক্ট্রা হেলিকর্প পরিচালনা করছিল বলে জানা গেছে।

উল্লেখ্য, পশ্চিম মহারাষ্ট্রের পুনে এবং সাতারা জেলায় কমলা সতর্কতা জারি করেছে। ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি)। পাশাপাশি এসব এলাকায় ভারী বৃষ্টিপাতেরও সতর্কতা দিয়েছে আবহাওয়া বিভাগ। 

 এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন ভারত | হেলিকপ্টার