জাতীয়

মোহাম্মদপুরে শেখ হাসিনার বিরুদ্ধে আরও এক হত্যা মামলা

বায়ান্ন প্রতিবেদন

শেখ হাসিনা ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩ জনের নাম উল্লেখ করে শিক্ষার্থী মাহমুদুর রহমান সৈকত (১৯) হত্যার অভিযোগে আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।  

রোববার (২৫ আগস্ট) রাতে নিহতের বাবা মো. মাহাবুবের রহমান মামলাটি দায়ের করেন। 

মামলায় অন্য আসামিরা হলেন– সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, তেজগাঁও জোনের সাবেক উপ-পুলিশ কমিশনার এইচ এম আজিমুল হক, মোহাম্মদপুর জোনের সাবেক এডিসি রওশানুল হক সৈকত।

এছাড়া মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার শহিদুল হক, মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মিজানুর রহমান, মোহাম্মদপুর থানার সাবেক ওসি মাহফুজুল হক ভূঁইয়া, মোহাম্মদপুর থানার পরিদর্শক মো. তোফাজ্জল হোসেন ও উপ-পরিদর্শক মো. শাহরিয়ার আলম।

এছাড়া অজ্ঞাত ৩০ থেকে ৪০ পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়, গেলো ১৯ জুলাই আনুমানিক বিকাল ৩টা ৩৭ মিনিটে নূরজাহান রোডের মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গুলি করে হত্যা করা হয়েছে সৈকতকে।


কেএস//

এ সম্পর্কিত আরও পড়ুন হত্যা মামল