আন্তর্জাতিক

গাজায় জাতিসংঘের মানবিক কার্যক্রম বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

গাজায় ত্রাণ কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছে জাতিসংঘ। নিরাপত্তা অনিশ্চয়তায় উপত্যকায় কার্যক্রম চালাতে পারেনি সংস্থাটির কর্মীরা। 

মঙ্গলবার (২৭ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসিকে এ তথ্য জানিয়েছে সংস্থাটির এক কর্মকর্তা। 

বাসিন্দাদের নতুন করে মধ্য গাজার দেইর-আল-বালাহ খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনারা। এরইমধ্যে, শুরু হয়ে গেছে ব্যাপক হামলা।

চলতি বছরে-ই ইসরায়েলি হামলার তীব্রতায় রাফাহ থেকে দেইর-আল-বালাহ’য় নিজেদের অপারেশন সেন্টার স্থানান্তরিত করে জাতিসংঘ। এখন আবার সেখানে-ই তাণ্ডব শুরু করেছে ইসরায়েলি বাহিনী।

জীবন বাঁচাতে বাধ্য হয়ে সব সরঞ্জাম সেখানে ফেলে নিরাপদ আশ্রয়ে সরে এসেছেন জাতিসংঘের কর্মীরা। তাই আপাতত পুরো গাজায় বন্ধ রয়েছে ত্রাণ কার্যক্রম। তবে পরিস্থিতি একটু শান্ত হলেই, আবারও কাজ শুরু হবে বলে জানায় সংস্থাটি।


কেএস//  

এ সম্পর্কিত আরও পড়ুন গাজা