ওয়েস্ট ইন্ডিজ পেসার শ্যানন গ্যাব্রিয়েল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মোট ৮৬ টি। তার অভিষেক হয়েছিল ২০১২ সালে। যার মধ্যে ৫৯ টি টেস্ট, ২৫ টি ওয়ানডে ও ২ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের পেস ব্যাটারির অন্যতম সদস্য ছিলেন গ্যাব্রিয়েল। লর্ডসে ২০১২ সালে টেস্ট অভিষেক হয় তার। অনেকটা নিয়মিতই খেলে এসেছেন উইন্ডিজ ক্রিকেটে।
টেস্ট ক্রিকেটে ৫৯ টি ম্যাচ খেলেছেন, উইকেট নিয়েছেন ১৬৬ টি। তিনি ৬ বার পাঁচ উইকেট নিয়েছেন। গ্যাব্রিয়েল সবশেষ টেস্ট খেলেছেন ২০২৩ সালের জুলাইয়ে, ভারতের বিপক্ষে।
গ্যাব্রিয়েল ২৫ টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। সবশেষ খেলেছেন ২০১৯ সালের জুলাইয়ে। আর সবশেষ টি-টোয়েন্টি ক্রিকেট খেলেছেন ২০১৩ সালে।
সামাজিক যোগাযোগমাধ্যমে গ্যাব্রিয়েল লিখেছেন, ‘গত ১২ বছরে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নিজেকে বিলিয়ে দিয়েছিলাম। ভালোবাসার ক্রিকেটে সর্বোচ্চ পর্যায়ে খেলা আমাকে আনন্দ দেয়। তবে সব ভালোর একটা শেষ আছে।‘
এম এইচ//