বাতিল করা হয়েছে পূর্বাচলের শেখ হাসিনা আন্তর্জাতিক স্টেডিয়ামের (দ্য বোট) দরপত্র। এ ব্যাপারে জানা গিয়েছিল আগেই। অবশেষে ঘোষণা এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের কাছ থেকে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে বিসিবি পরিচালনা পর্ষদের ১৩তম সভা। সেই সভা শেষে সংবাদ সম্মেলন করেন সভাপতি ফারুক আহমেদ। যেখানে তিনি এসব কথা তুলে ধরেন।
শেখ হাসিনা স্টেডিয়ামের দরপত্র বাতিলের বিষয়ে ফারুক বলেন, ‘শেখ হাসিনা স্টেডিয়ামের টেন্ডার নিশ্চিত করার বিষয়টি আজকেই (বৃহস্পতিবার) শেষ দিন ছিল। এত স্বল্প সময়ের মধ্যে কাজটি করা সম্ভব হচ্ছে না বলে স্থগিত করতে হয়েছে। আমরা দ্রুতই পূর্বাচলের স্টেডিয়ামের জায়গাটি পরিদর্শনে যাব। দেখবো যে সেখানে মাঠ ব্যবহার করা যায় কিনা।'
পূর্বাচলে খুব কম মূল্যে ৩৭ একর জমি পেয়েছিল সাবেক বিসিবি সভাপতি পাপনের বোর্ড। সরকার সেই জমি বিসিবিকে দিয়েছিল। সেখানে পূর্ণাঙ্গ ক্রিকেট কমপ্লেক্স , পাশাপাশি দুইটি মাঠ নির্মাণের পরিকল্পনা ছিল বিসিবির।
নতুন বিসিবি সভাপতি ফারুক জানিয়েছেন, তারা খুব দ্রুত পূর্বাঞ্চলে পরিদর্শনে যাবেন, এরপর পরবর্তী করণীয় ঠিক করবেন।
এম এইচ//