লাস পালমাসের বিপক্ষে ১-১ গোলে ড্র করলো রিয়াল মাদ্রিদ। দুশ্চিন্তার বিষয় এই যে, কিলিয়ান এমবাপ্পের পা থেকে এখনো কোনো গোল আসেনি। মাদ্রিদ নিশ্চয়ই চায়নি এই ড্র করতেও, আশায় ছিল জয়- সেই জয় আসেনি। তাই সাদা জার্সিধারী দলের কোচ কার্লো আনচেলত্তি ‘দ্রুত উন্নতির পথ’ খুঁজছেন।
রিয়াল মাদ্রিদ গোল খেয়ে বসে ম্যাচের ৫ মিনিটের মাথায়। পালমাসের আলবার্তো মোলেইরো দারুণ এক শটে দলকে এগিয়ে দেন। প্রথমার্ধে আর গোল শোধ করার সুযোগ পায়নি মাদ্রিদ। ৬৯ মিনিটে গিয়ে অবশেষে পেনাল্টি থেকে ভিনিসিয়াস জুনিয়রের গোলে সমতায় ফেরে লিগ চ্যাম্পিয়নরা।
এমবাপ্পে-ভিনিসিয়াস এর কাছ থেকে যে ধরনের ফুটবল আশা করে মাদ্রিদ, তেমন কিছু পায়নি দলটি। অবশ্য এমবাপ্পে মাত্রই শুরু করেছেন নতুন দলের হয়ে। কিছুটা সময় লাগতে পারে। কিন্তু মাদ্রিদের মতো দল তর সইতেও খুব একটা চায় না বোধহয়। বিশেষ করে তাদের সমর্থকরা। তাদের চাওয়া জয়, গোল।
এরমধ্যে লিগে দুইটি ম্যাচে ড্র করলো রিয়াল মাদ্রিদ। পুরো পয়েন্ট না পাওয়া ভোগাবে কিনা- তা বলা যাবে সামনের সময়গুলোতে।
এম এইচ//