মেহেরপুর জেলা শহরের কাশ্যাপ পাড়ায় একটি বাড়িতে অভিযান চালিয়ে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের অনুকুলে বরাদ্দ দেয়া সরকারি ত্রাণের মালামাল উদ্ধার করেছে যৌথবাহিনী।
বৃহস্পতিবার দিবাগত রাতে সদর উপজেলা ভূমি কমিশনারের নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল কাশ্যপ পাড়ার সুরমান আলীর বাড়িতে অভিযান চালায়। অভিযান চালিয়ে হুইল চেয়ার, খেলার সামগ্রী, টেলিভিশন, কাপড়সহ বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করা হয়। মালামালগুলো মেহেরপুর সদর থানা হেফাজতে রাখা হয়েছে।
বাড়ির মালিক সুরমান আলী জানান, সাবেক জনপ্রশাসন মন্ত্রীর আত্মীয় দোলন দর্জী মাসিক ৬ হাজার টাকা হিসেবে তার বাড়ির নিচতলা ভাড়া নেন। সেখানে প্রায় একবছর ধরে মন্ত্রীর বিভিন্ন মালামাল রেখে আসছেন।
মেহেরপুর সদর উপজেলা ভূমি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মূয়ীদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সুরমান আলীর বাড়িতে সরকারি ত্রাণের মালামাল রাখা আছে। খবর পেয়ে অভিযান চালিয়ে সরকারি ত্রাণের বিভিন্ন মালামাল উদ্ধার করেছি। প্রাথমিকভাবে মালামালগুলো জব্দ করেছি। কাগজপত্র যাচাই বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
জেএইচ