খেলাধুলা

চ্যাম্পিয়নস লিগ ড্র

নতুন নিয়মে চ্যাম্পিয়নস লিগের ড্র সম্পন্ন

স্পোর্টস ডেস্ক

চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমের ড্র অনুষ্ঠান সম্পন্ন হয়ে গেছে। আসন্ন মৌসুমের জন্য নতুনভাবে দলগুলোর সূচি সাজানো হয়েছে। ৩৬ দলের লিগ পর্বের ড্র অনুষ্ঠানে গত মৌসুমের দুই ফাইনালিস্ট দল রিয়াল মাদ্রিদ ও বরুশিয়া ডর্টমুন্ড মুখোমুখি হবে। লিভারপুলের বিপক্ষেও খেলবে মাদ্রিদ। এদিকে বার্সেলোনার সামনে বায়ার্ন মিউনিখ থাকছে এবারও।

মোনাকোতে বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাতে অনুষ্ঠিত হয় চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠান।

নতুন এই ফরম্যাটে কোনো গ্রুপ পর্বের হিসাব-নিকাশ থাকছে না। প্রতিটি দলের সামনে থাকছে ৮ টি করে ম্যাচ। এরমধ্যে ৪ ম্যাচ ঘরের মাঠে, বাকি ৪ ম্যাচ প্রতিপক্ষ দলের মাঠে খেলবে দলগুলো।

 

চ্যাম্পিয়নস লিগের প্রথম পর্বে পট-১ এ যে দলের প্রতিপক্ষ যারা

রিয়াল মাদ্রিদ

বরুশিয়া ডর্টমুন্ড, লিভারপুল, এসি মিলান, আতালান্তা, সালজবুর্গ, লিল, স্টুটগার্ট, ব্রেস্ত।

ম্যানচেস্টার সিটি

ইন্টার মিলান, পিএসজি, ক্লাব ব্রুগা, জুভেন্টাস, ফেইনুর্দ, স্পোর্তিং, স্পার্তা প্রাহা, ব্রাতিসলাভা।

বায়ার্ন মিউনিখ

পিএসজি, বার্সেলোনা, বেনফিকা, শাখতার, দিনামো জাগরেব, ফেইনুর্দ, ব্রাতিসলাভা, অ্যাস্টন ভিলা।

পিএসজি

ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ, আতলেতিকো মাদ্রিদ, আর্সেনাল, পিএসভি আইন্দহোভেন, সালজবুর্গ, জিরোনা, স্টুটগার্ট।

লিভারপুল

রিয়াল মাদ্রিদ, লাইপজিগ, লেভারকুসেন, এসি মিলান, লিল, পিএসভি আইন্দহোভেন, বোলোনিয়া, জিরোনা।

ইন্টার মিলান

লাইপজিগ, ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, লেভারকুসেন, জভেদা, ইয়াং বয়েজ, মোনাকো, স্পার্তা প্রাহা।

বরুশিয়া ডর্টমুন্ড

বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, শাখতার, ক্লাব ব্রুগা, সেল্টিক, দিনামো জাগরেব, স্ত্রাম গ্রাজ, বোলোনিয়া

লাইপজিগ

লিভারপুল, ইন্টার মিলান, জুভেন্টাস, আতলেতিকো মাদ্রিদ, স্পোর্তিং, সেল্টিক, অ্যাস্টন ভিলা, স্ত্রাম গ্রাজ।

বার্সেলোনা

বায়ার্ন মিউনিখ, বরুশিয়া ডর্টমুন্ড, আতালান্তা, বেনফিকা, ইয়াং বয়েজ, জভেদা, ব্রেস্ত, মোনাকো।

 

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন চ্যাম্পিয়নস লিগ | ড্র