আইন-বিচার

আবারও তিনদিনের রিমান্ডে সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ

রাজধানীর ভাটারা থানা এলাকায় সোহাগ মিয়া নামে এক কিশোরকে গুলি করে হত্যা মামলায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজের ফের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (৩১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন

মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গেলো ১৯ জুলাই বিকেলে ভাটারা থানাধীন ফরাজী হাসপাতালের সামনে পুলিশের গুলিতে নিহত হন সোহাগ মিয়া। এ ঘটনায় ২০ আগস্ট তার বাবা শাফায়েত হোসেন ভাটারা থানায় হত্যা মামলা করেন। এ মামলায় গত ২৩ আগস্ট রাতে ঢাকার বনানী এলাকা থেকে আসম ফিরোজকে গ্রেপ্তার করে পুলিশ।

এদিকে প্রথম দফায় সাতদিনের রিমান্ড শেষে সাবেক চিফ হুইপকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার রহস্য উদঘাটনে তাকে ফের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাসুদুর রহমান।

এসময় আসামিপক্ষ তার রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত  ফের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

 আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন ফিরোজ