২৬ রানে ৬ উইকেট হারানো বাংলাদেশের হাল ধরেছেন লিটন কুমার দাস ও মেহেদী হাসান মিরাজ। দুজনেই তুলে নিয়েছেন অর্ধশতক। সেই সাথে ফলোঅন এড়িয়েছে বাংলাদেশ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮৫ বলে ৫৫ রানে অপরাজিত আছে মিরাজ আর লিটন ব্যাট করছেন ১০১ বলে ৫৫ রানে। আর ৪১.৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১৪১ রান।
এর আগে, মাত্র ৪ রান যোগ করতেই সাজঘরের পথ ধরেন ওপেনার জাকির হাসান। কিছুক্ষণ পর ১০ রান করে ফিরে যান আরেক ওপেনার সাদমান ইসলাম। টিকতে পারেননি অধিনায়ক শান্তও। তিনি করেন ১ রান। এরপর ১ রান করে আউট হন মোমিনুল হক। কিছু বুঝে ওঠার আগেই ৯ বল ফেস করে ৩ রানে সাজঘরে ফিরে মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। ১০ বল খেলে ২ রান করে আউট হন সাকিব আল হাসান।