বাংলাদেশ

রাজধানীতে ভোর থেকে ৮০ মিলিমিটার বৃষ্টি

ছবি: ফাইল

রাজধানী ঢাকায় আজ, মঙ্গলবার ভোর ৬ টা থেকে ৯ টা পর্যন্ত ৮০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর থেকে এই  তথ্য জানানো হয়েছে।

ভোর থেকে হওয়া এই বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় পানি জমেছে। সোমবার থেকেই আকাশ বেশ মেঘলা ছিল। গতকাল দিনের বেলায় কিছু কিছু জায়গায় বৃষ্টি হয়েছে।

মঙ্গলবার ভোর থেকে বৃষ্টির পরিমাণ বেশ বেড়েছে। আবহাওয়া অধিদপ্তর থেকে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গণমাধ্যমে জানান, ঢাকা ও রাজশাহী বিভাগেই আজ বৃষ্টি হয়েছে বেশি। এর মধ্যে রাজধানীতে তিন ঘণ্টায় ৮০ মিলিমিটার বৃষ্টি হয়। আজ এই দুই বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে। অন্য বিভাগগুলোর কিছু কিছু স্থানে বৃষ্টি হতে পারে।

আগস্টের মাঝামাঝি সময় থেকে বৃষ্টি হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। এরমধ্যে দেশের উত্তর-পূর্বাঞ্চলের বেশ কয়েকটি জেলায় ভয়াবহ বন্যার সৃষ্টি হয়। বন্যার অবস্থার এখন কিছুটা উন্নতি হলেও, ক্ষতিগ্রস্ত এলাকাগুলো এখনো সেরে ওঠেনি।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন রাজধানী | বৃষ্টি