খেলাধুলা

জয়ের সুবাতাস নিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

ছবি: এএফপি

বৃষ্টির শঙ্কা কাটিয়ে রাওয়ালপিন্ডিতে শেষ দিনের খেলা চলছে। টাইগার ব্যাটাররা ছুটছে ১৮৫ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে। জয়ের জন্য দরকার আর ৬৩ রান। ক্রিজে আছেন নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল ইসলাম। এখন মধ্যাহ্ন বিরতিতে দুই দল। বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১২২ রান। 

কোনো উইকেট না হারিয়ে ৪২ রানে চতুর্থ দিন শেষ করে বাংলাদেশ। ক্রিজে ছিলেন জাকির হাসান ও সাদমান ইসলাম। আজ পঞ্চম দিনের শুরুটাও বেশ ভালো হয়। দিনের প্রথম চার ওভার নিরাপদে পাড়ি দেন দুই ওপেনার।

উইকেট পতন ঘটে দলীয় ৫৮ রানের মাথায়। মীর হামজার দারুণ এক ডেলিভারিতে পরাস্থ হন জাকির। তিনি ৩৯ বলে ৪০ রান করে ফিরেছেন। নতুন ব্যাটার নাজমুল হোসেন শান্ত ক্রিজে আসেন। তবে আরেক ওপেনার সাদমান ভুল করে বসলেন ১৮তম ওভারে গিয়ে। খুররাম শাহজাদের বল শট খেলতে গিয়ে মিড অফে ক্যাচ দেন। যেই ক্যাচ নিতে ভুল করেননি শান মাসুদ। এই ওপেনার আউট হলেন ২৪ (৫১) রানে।

মুমিনুল ও শান্ত জুটি এগিয়ে চলছে
মুমিনুল ও শান্ত জুটি এগিয়ে চলছে

এরপর অধিনায়ক শান্ত ও নতুন ব্যাটার মুমিনুল ইসলাম মিলে ধীরেসুস্থে খেলতে থাকে। লক্ষ্যমাত্রার দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলেন তারা। জুটি গড়ে তোলেন দুজন মিলে। আর বাংলাদেশও যেন পাচ্ছিল জয়ের সুবাতাস।

৯৮ বলে ৫২ রানের জুটিতে, শান্ত ৬৮ বলে ৩৩ এবং মুমিনুল ৪৬ বলে ২০ রান করে অপরাজিত আছেন। 

এম এইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন বাংলাদেশ | মধ্যাহ্ন বিরতি | পাকিস্তান