আন্তর্জাতিক

জেল থেকে পালানোর সময় কঙ্গোতে নিহত ১২৯

আন্তর্জাতিক ডেস্ক

ছবি- আলজাজিরা

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে একটি জেল থেকে পালানোর সময় অন্তত ১২৯ জন কারাবন্দী নিহত  হয়েছেন। আহত হয়েছেন আরও ৫৯ জন।   

সোমবার রাজধানী কিনশাসার কেন্দ্রীয় জেল মাকালায় এই ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা মঙ্গলবার  (৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ঘটনার বিবরণ দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শাবানি লুকু।   

শাবানি লুকু বলেন, সোমবার জেলের প্রশাসনিক ভবনে আগুন লাগার পর কারাবন্দীরা পালানোর চেষ্টা করেন। প্রাথমিকভাবে ১২৯ জন মারা গেছেন। এর মধ্যে ২৪ জন পুলিশের গুলিতে নিহত হয়েছেন। কারণ তারা পুলিশের সতর্কতা উপেক্ষা করেছিল।

মাকালা ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর সবচেয়ে বড় জেল। জেলটির ধারণ ক্ষমতা ১৫০০, তবে এর থেকে ১০ গুণ বন্দী জেলটিতে রাখা হয়েছে বলে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে।

এনএস/