বাংলাদেশ

মোটরসাইকেল থেকে ছিটকে স্ত্রীর মৃত্যু, হাসপাতালে স্বামী

বায়ান্ন প্রতিবেদন

কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছবি: সংগৃহীত

রাজবাড়ীর কালুখালীতে স্পিড ব্রেকারের সঙ্গে ধাক্কা লেগে চলন্ত মোটরসেইকেল থেকে ছিটকে পড়ে সোনালী আক্তার (৩৫) নামের এক গৃহবধূ নিহত হ‌য়ে‌ছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক নিহতের স্বামী মো. আল আমিন।

বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের উপজেলার সোনাপুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

সোনালী আক্তার কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর গ্রামের মো. আল আমিনের স্ত্রী।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুন অর র‌শিদ গণমাধ্যমে জানান, কুষ্টিয়া থে‌কে মোটরসাইকেলে করে আল আমিন ও তার স্ত্রী সোনালী রাজবাড়ী কুষ্টিয়া মহাসড়ক ধরে ঢাকায় যাচ্ছিলেন। এ সময় কালুখালী উপজেলার সোনাপুর মোড় এলাকায় স্পিড ব্রেকারে মোটরসাইকেল‌টি ধাক্কা খায়। এতে মোটরসাইকেল থে‌কে ছিটকে পড়েন আল আমিন ও সোনালী আক্তার। প‌রে স্থানীয়রা তাদের উদ্ধার ক‌রে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোনা‌লী‌কে মৃত ঘোষণা করেন।

আহত আল আমিন হাসপাতা‌লে চি‌কিৎসাধীন রয়েছেন বলেও জানান তিনি।

এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন মোটরসেইকেল | গৃহবধূ