দেশজুড়ে

নিজ বাড়ির আঙিনায় গৃহবধূকে গলা কেটে হত্যা

কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় নিজ বাড়ির আঙিনা থেকে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শহিদা বেগম (২৬) দুই সন্তানের মা। বুধবার (১৪ জানুয়ারি) রাত আনুমানিক আটটার দিকে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের গণিরচর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের স্বামী আজিজুল ইসলাম স্থানীয় কালারচর বাজারে ছোট একটি চা দোকান চালান। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, ঘটনার সময় আজিজুল ইসলাম বড় মেয়েকে নিয়ে দোকানে ছিলেন। বাড়িতে ছিলেন শহিদা বেগম ও তাদের চার বছরের ছোট মেয়ে। এই সুযোগে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে তাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে।

প্রতিবেশীরা জানান, রাত আটটার দিকে হঠাৎ একটি শিশুর চিৎকার ও গোঙানির শব্দ শুনে তারা ছুটে যান। গিয়ে দেখেন, টিউবওয়েলের পাশে শহিদা বেগম রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তখনই পুলিশে খবর দেওয়া হয়।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা জানান, এলাকা দুর্গম হওয়ায় ঘটনাস্থলে পৌঁছাতে রাত বারোটা বেজে যায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, শহিদা বেগম ভাতের চাল ধোয়ার জন্য টিউবওয়েলে গেলে ঘাতক ধারালো অস্ত্র দিয়ে তার গলায় আঘাত করে। 

পুলিশ মরদেহ উদ্ধার করে বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে বিভিন্ন দিক থেকে তদন্ত চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতিও নেওয়া হচ্ছে বলে জানিয়ে পুলিশ।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #কুড়িগ্রাম #নাগেশ্বরী #মরদেহ উদ্ধার #গলাকাটা মরদেহ উদ্ধার #গৃহবধূ হত্যা