ময়মনসিংহ

দুই মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৭

বায়ান্ন প্রতিবেদন

ছবি: নিজস্ব

শেরপুর শহরের নবীনগর পাসপোর্ট অফিসের পাশে দুটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১৭ জন আহত হয়েছেন। ভয়াবহ এই দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানি না হলেও আহত কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

আহতদের মধ্যে চারজন জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আর ১০-১২ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে ৪-৫ জন শিশুও রয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) ভোরে এই দুর্ঘটনা ঘটে। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এখন পর্যন্ত কেউ মারা যায়নি। তবে আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে শেরপুর শহরের নবীনগর পাসপোর্ট অফিসের পাশে বিকট শব্দে দুটি মাইক্রোবাসের মুখোমুখি হয়। এ সময় যান দুটি দুমড়েমুচড়ে যায়। পরে আশপাশের লোকজন এসে আহতদের গাড়ি থেকে বের করে হাসপাতালে নিয়ে যান।

কেএস//  

এ সম্পর্কিত আরও পড়ুন মাইক্রোবাস