খেলাধুলা

যুক্তরাষ্ট্রের লিগে দল পেলেন নির্বাচক আব্দুর রাজ্জাক

স্পোর্টস ডেস্ক

ছবি: ফাইল

যুক্তরাষ্ট্রের টি-১০ লিগ খেলতে যাচ্ছেন সাবেক বাংলাদেশি ক্রিকেটার ও ক্রিকেট বোর্ডের নিবার্চক আব্দুর রাজ্জাক। যুক্তরাষ্ট্রের টি-টেন মাস্টার্সে ডেট্রয়েট ফ্যালকনসের হয়ে খেলবেন রাজ্জাক। সবশেষ দেশের হয়ে ক্রিকেট খেলেছেন ২০১৮ সালে। এরপর 'লিজেন্ডস লিগ ক্রিকেট' এ খেলতে দেখা গেছে এই অফ স্পিনারকে। 

রাজ্জাককে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে ডেট্রয়েট ফ্যালকনস। দলটি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করেছে। যেখানে রাজ্জাকসহ অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ, ইংল্যান্ডের ডেভিড মালান, ওয়েস্ট ইন্ডিজের রিয়াদ এমরিত, শ্রীলঙ্কার থিসারা পেরেরা ও অ্যাঞ্জেলো পেরেরা রয়েছেন। 

ডেট্রয়েট ফ্যালকন্সের ফেসবুক পোস্ট
ডেট্রয়েট ফ্যালকন্সের ফেসবুক পোস্ট

টি-টেন মাস্টার্সের নতুন মৌসুমে এখন পর্যন্ত রাজ্জাকই দল পেয়েছেন। তার বোলিংটা এখনো কার্যকর ও প্রতিপক্ষকে কাঁপুনি দেয়ার কাজটা করে। যা লিজেন্ডস লিগেও যখন তিনি খেলেছেন দেখা গেছে। প্রথম শ্রেণীর ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৬০১ উইকেট সংগ্রহ করেছেন রাজ্জাক। 

আগামী ৮ নভেম্বর শুরু হচ্ছে টি-টেন মাস্টার্সের নতুন মৌসুম, চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। 

এম এইচ//