খুলনার রূপসা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে আব্দুল রাশেদ ওরফে বিকুল নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (১০ জানুয়ারি) গভীর রাতে রূপসা উপজেলার বাগমারা এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত বিকুল আব্দুল আওয়ালের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১টার দিকে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের কদমতলা বালুর মাঠ এলাকায় অবস্থানকালে দুর্বৃত্তরা বিকুলকে লক্ষ্য করে গুলি চালায়। গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় বিকুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তবে অবস্থার অবনতি হলে গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এসি//