খেলাধুলা

দায়িত্ব যদি এখন না নিই, তাহলে আর কখন: লিটন

স্পোর্টস ডেস্ক

মিরপুরে সংবাদ সম্মেলনে লিটন দাস ছবি: ফুটেজ

পাকিস্তানের বিপক্ষে দলীয় পারফরম্যান্সের মাধ্যমে সিরিজ জিতেছে বাংলাদেশ। যেখানে ব্যাটার ও বোলারদের সমান অবদান ছিল। দলের হয়ে পারফর্ম করেছেন লিটন দাস। তার ব্যাট থেকে এসেছে একটি সেঞ্চুরি। সেই লিটন আজ (মঙ্গলবার) মিরপুরে সংবাদ সম্মেলনে কথা বলেছেন।

লিটনকে আজ বেশ ফুরফুরে মনে হয়েছে। নির্ভার হয়েই কথা বললেন পুরোটা সময় জুড়ে। লম্বা সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। খেলার সেই অভিজ্ঞতা দিয়ে দলের পক্ষে আরও দায়িত্ব নিতে চান তিনি। লিটন বলেন, 'আমি ৯-১০ বছর হয়ে গেছে ক্রিকেট খেলছি। ওরকম অভিজ্ঞতা হয়েছে। এখনই সময় দায়িত্ব নেয়ার। দায়িত্ব যদি এখন না নিই, তাহলে আর কখন। সুযোগ পেলেই, আমি বলছি দায়িত্ব নেয়ার কথা; কিন্তু তার মানে এই না যে প্রতি ম্যাচেই আমাকে দায়িত্ব নিতে হবে। আমি মানুষ, আমার ভুল হতেই পারে।' 

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়কে এখন অতীত ভাবছেন লিটন। সেই প্রসঙ্গ এখন আর খুব বেশি আনতে চান না। খুব ভালো ক্রিকেট খেলেছে দল, তা সবাই দেখেছে- এই ব্যাটার নিজেও তা বললেন। কিন্তু পাকিস্তান সিরিজ নিয়ে আর বেশি কথা না বলার অনুরোধ করলেন তিনি।

এই উইকেটরক্ষক ব্যাটার বলেন, 'পাকিস্তানের বিপক্ষে আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি। তবে এটা এরই মধ্যে অতীত হয়ে গেছে। সামনে তাকানোটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদেরও একটু সাহায্য করতে হবে। আপনারা যদি পাকিস্তান সিরিজ নিয়ে বেশি কথা না বলেন, খুব ভালো হবে। খেলোয়াড় হিসেবে আমার কাছে ওটা অতীত হয়ে গেছে।' 

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন লিটন দাস | বাংলাদেশ