জাতীয়

দেশে ফিরলেন আমিরাতে বিক্ষোভ করা আরও ১০ বাংলাদেশি

ছাত্র-জনতার আন্দোলনে সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে সাজাপ্রাপ্ত হন ৫৭ বাংলাদেশিপরে প্রধান উপদেষ্টার অনুরোধে সাজাপ্রাপ্ত বাংলাদেশিদের দণ্ড মওকুফ করেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি। এদের মধ্যে তিন দফায় আরও ১০ জন চট্টগ্রামে ফিরেছেন।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) চট্রগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান,  গেলো দুদিন বাংলাদেশ বিমানের বিকেলের ফ্লাইটে শারজা হতে দুইজন এবং এয়ার আরাবিয়া আবুধাবি ফ্লাইটে সন্ধ্যায় আরও সাতজন অবতরণ করেন। এ নিয়ে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে মোট ২২ শ্রমিক দেশে ফিরেছেন।

গেলো ২২ জুলাই অনুমতি ছাড়া বিক্ষোভ ৫৭ জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় দেশটির একটি আদালত। তাদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং বাকি একজনকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

 

 আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন আমিরাত