আর্কাইভ থেকে বাংলাদেশ

র‌্যাবকে প্রশিক্ষণই দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বরাষ্ট্রমন্ত্রী

র‌্যাবকে প্রশিক্ষণই দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বরাষ্ট্রমন্ত্রী

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) যখন তৈরি হয়; তখন তাদের প্রশিক্ষণ দেয় যুক্তরাষ্ট্র। তাদের দেয়া প্রতিবেদন পর্যালোচনা করে নেয়া হচ্ছে র‌্যাব সংস্কারের ব্যবস্থা। বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার (২ অক্টোবর) দুপুরে রাজধানীর একটি হোটেল মানবপাচার নিয়ে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, র‍্যাব নীতিমালা অনুযায়ী কাজ করে। মার্কিন প্রতিবেদনও খতিয়ে দেখা হচ্ছে। শাস্তিযোগ্য অপরাধ করে কেউ শাস্তির বাইরে যায়নি। যে কোনো অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হয়। অনেক পুলিশ এবং র‌্যাব সদস্য জেল খাটছেন। কাউকেই ছাড় দেয়া হয় না।

আসাদুজ্জামান আরও বলেন, যুক্তরাষ্ট্র র‌্যাবে সংস্কারের কথা যেটা বলছে, সব সময়ই সেটা করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী সবকিছুই আধুনিকায়ন করা হয়েছে।

অনন্যা চৈতী

এ সম্পর্কিত আরও পড়ুন র‌্যাবকে | প্রশিক্ষণই | দিয়েছে | যুক্তরাষ্ট্র | স্বরাষ্ট্রমন্ত্রী