দেশজুড়ে

বিয়ের দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়িতে বৈষম্যবিরোধী নেত্রী

বায়ান্ন প্রতিবেদন

বিয়ের দাবিতে ভোলার চরফ্যাশনে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়িতে অবস্থান নিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের এক নেত্রী। ভোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। 

স্থানীয় সূত্র থেকে জানা গেছে, কিশোরী দীর্ঘদিন ধরে বৈষম্যবিরোধী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। এই আন্দোলনেই তার পরিচয় ঘটে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা প্রেমিকের সঙ্গে। তাদের সম্পর্ক গড়ে ওঠার পর কিশোরী অভিযোগ করেন, প্রেমিক তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কিছুদিন আগে ঘনিষ্ঠ হয়েছিলেন, কিন্তু বর্তমানে বিয়ের ব্যাপারে অনাগ্রহ প্রকাশ করেছেন।

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হওয়ার পর এই ধরনের অভিযোগ স্থানীয়দের মধ্যে বেশ কিছু প্রশ্ন তুলেছে। স্থানীয়রা বলছেন, প্রেমিকের এই আচরণ যুব সমাজের জন্য একটি খারাপ দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। তারা জানান, "এমন আচরণ যুবকদের জন্য এক ধরনের নেতিবাচক বার্তা দিচ্ছে, যা সামাজিক মূল্যবোধের প্রতি অবমাননা।"

কিশোরী নিজেকে বৈষম্যবিরোধী আন্দোলনের সহসমন্বয়ক হিসেবে পরিচয় দিয়েছেন এবং তিনি দীর্ঘদিন ধরে আন্দোলন কর্মসূচি পরিচালনা করছেন। আন্দোলনের সময়েই তার পরিচয় হয় প্রেমিকের সঙ্গে, যার পরে তাদের সম্পর্ক গড়ে ওঠে। কিশোরী অভিযোগ করছেন, প্রেমিক তাকে বিয়ের প্রতিশ্রুতি দিলেও এখন নানা অজুহাত দেখিয়ে বিয়ে না করার জন্য অনাগ্রহ প্রকাশ করছেন।

তার ভাষ্য অনুযায়ী, এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার পর তিনি ব্যবহারিক পরীক্ষা না দেওয়ায় অকৃতকার্য হন, যা তাকে মানসিকভাবে বিপর্যস্ত করেছে। তিনি বলেন, "প্রেমিকের দেওয়া প্রতিশ্রুতি মিথ্যা হওয়ার কারণে আমি মানসিকভাবে ভেঙে পড়েছি এবং তার এই আচরণ আমাকে আরও হতাশ করেছে।"

কিশোরী পাঁচদিন ধরে প্রেমিকের বাড়ির সামনে অনশন করে চলেছেন, যা পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, এই পরিস্থিতি তাদের জন্য অত্যন্ত কষ্টকর, এবং কিশোরী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। পরিবারের সদস্যদের মতে, প্রেমিকের অবহেলা কিশোরীকে ধীরে ধীরে ভেঙে ফেলছে এবং তারা তার মানসিক অবস্থার জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

এদিকে প্রেমিকের পরিবার তাদের ছেলেকে নির্দোষ দাবি করেছে। তারা বলেন, "এটি একটি ষড়যন্ত্র। আমাদের ছেলে কোনও অপরাধ করেনি। কিছু বিশেষ মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে ফাঁসানোর চেষ্টা করছে।" তাদের দাবি, কিশোরীর অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যে তোলা হচ্ছে, এবং তারা পুরো ঘটনার সঠিক তদন্ত দাবি করেছেন।

নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন জানান, কিশোরী যদি থানায় বা উপজেলায় লিখিত অভিযোগ করেন, তবে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব এবং যথাযথভাবে বিষয়টি তদন্ত করা হবে।

এসকে//