আইন-বিচার

ব্যারিস্টার সুমনসহ আওয়ামী লীগের ১৭০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বায়ান্ন প্রতিবেদন

ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ছবি: সংগৃহীত

হবিগঞ্জের চুনারুঘাটে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে । এ মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনসহ ১৭০ জন আওয়ামী লীগ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) চন্দনা গ্রামের বাসিন্দা ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. নাছির উদ্দিন চুনারুঘাট থানায় মামলাটি দায়ের করেন।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায় জানিয়েছেন, মামলায় ৯৭ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও ৭০-৮০ জনের নাম অজ্ঞাত রাখা হয়েছে।  তবে, এখন পর্যন্ত কো গ্রেপ্তার হয়নি।

পুলিশ জানায় , ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোলচত্বরে ছাত্র-জনতার ওপর হামলা হয়।  সাবেক সংসদ সদস্য সুমনের নির্দেশে বিকেল সারে ৪টার দিকে আসামিরা ইটপাটকেল এবং দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।  এতে আন্দোলনের নেতাসহ অনেকেই আহত হন।

হামলার সময়, মানিক সরকার নামে একজন ধারালো অস্ত্র দিয়ে অলিউর রহমান নামে এক যুবককে আঘাত করে।  আরেক আসামি কবির মিয়া খন্দকার রড দিয়ে মারধর করেন। এ ছাড়া অন্য আসামিরাও আন্দোলনরতদের ওপর বেধড়ক মারপিট করেন।

এ ঘটনার প্রেক্ষিতে মামলাটি দায়ের করা হয়েছে, এবং তদন্ত চলছে।

 

জেডএস/

এ সম্পর্কিত আরও পড়ুন মামলা | ব্যারিস্টার | আওয়ামী লীগের ১৭০ নেতাকর্মী