প্রিমিয়ার লিগের ম্যাচে আর্সেনাল ও টটেনহাম মাঠে নামবে আগামী রোববার। এই লড়াইকে ‘নর্থ লন্ডন ডার্বি’ হিসেবে পরিচিতি দেয়া হয়েছে। চলতি মৌসুমের প্রথম ডার্বি ম্যাচ এটি, যা টটেনহামের মাটিতে হবে। এই ডার্বিতে আলাদা একটি ঘটনা ঘটতে যাচ্ছে। আর্সেনাল ৩৮ বছর পর প্রথমবারের মতো নর্থ লন্ডন ডার্বিতে অ্যাওয়ে জার্সি পরে খেলবে।
টটেনহামের মাটিতে আর্সেনাল নিজেদের জার্সি পরেই মাঠে নামে। যেহেতু জার্সির রঙ দুই দলের আলাদা, কোনো সমস্যা হয় না। চলতি মৌসুমে আর্সেনালের জার্সিতে সাদার প্রকাশ বেশি। সাধারণত লাল রঙের জার্সিতে দেখা যায় আর্সেনালকে। তবে সেই জার্সিতে কিছুটা পরিবর্তন হয়েছে এবার।
যেহেতু টটেনহামের হোম জার্সিও সাদা, সেহেতু আর্সেনালকে এবার নিজেদের হোম জার্সি পরার অনুমতি দেয়নি প্রফেশনাল গেম ম্যাচ অফিশিয়াল লিমিটেড। সবশেষ ১৯৮৫-৮৬ মৌসুমে নর্থ লন্ডন ডার্বিতে অ্যাওয়ে জার্সি পরে খেলেছে আর্সেনাল ক্লাব।
আর্সেনাল যে অ্যাওয়ে জার্সি পরে নামবে সেখানে কালো রঙের আধিক্য বেশি। পাশাপাশি আছে সবুজ ও লাল এবং ধূসরের কিছুটা আবহ। রোববার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টায় দুই দল মুখোমুখি হবে।
এম এইচ//