সাকিব আল হাসান নিজের মতো রাঙিয়ে নিলেন কাউন্টির ম্যাচ। সারে ক্রিকেটের হয়ে অভিষেক ম্যাচ খেলতে নেমে ৯ উইকেট শিকার করলেন সাকিব। সমারসেটের বিপক্ষে প্রথম ইনিংসে ৪ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার।
সাকিবের ব্যাট হাসেনি প্রথম ইনিংসে, ফিরেছেন কেবল ১২ রান করে। তবে বল হাতে সারের হয়ে দারুণ ভূমিকা রাখলেন। একের পর এক ওভার করছিলেন তিনি। অধিনায়ক ররি বার্নস জানতেন ফল পাবেন। সেই ফল দুই ইনিংসেই দেখালেন বাংলাদেশি অলরাউন্ডার।
সাকিব প্রথম ইনিংসে ৩৩.৫ ওভার বল করে ৯৭ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন এবং দ্বিতীয় ইনিংসে ২৯.৩ ওভার বল করে ৯৬ রান দিয়ে ৫ উইকেট নেন। তৃতীয় দিন শেষে ৪ উইকেট ঝুলিতে ছিল তার। আজ চতুর্থ ও শেষ দিনে খেলতে নেমে ৪৬ রান করা টম ব্যান্টনকে ফিরিয়ে ফাইফার পূর্ণ করেন সাকিব।
সমারসেট ২২১ রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দিয়েছে। এখন ব্যাটিং করছে সারে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ৯ ওভারের খেলা যখন চলছে বিনা উইকেটে ১৬ রান নিয়ে অবস্থান করছে দলটি।
এম এইচ//