খেলাধুলা

জাকির কেনো দলে, ব্যাখ্যা দিলেন নির্বাচক হান্নান

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

ভারত সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টেস্ট সিরিজের এই দলে সুযোগ মিলেছে জাকের আলী অনিকের। প্রথমবারের মতো তিনি সাদা পোশাকের দলে ডাক পেলেন। হঠাৎ জাকের আলী কেনো টেস্ট দলে, তার ব্যাখ্যা দিয়েছেন জাতীয় দলের নির্বাচক হান্নান সরকার। 

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরের দিকে ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষনা করে বিসিবি।

দল ঘোষণার পর সংবাদ সম্মেলনে বিসিবির নির্বাচক হান্নান বলেন, 'জাকের আলি অনিকের বিষয়টা... আমরা একটা জিনিস মাথায় রেখেছি, কন্ডিশন ও প্রতিপক্ষ। সেই জায়গা থেকে আমরা পাকিস্তানে ৫ জন পেসার নিয়ে গিয়েছিলাম। এবার আমরা একজন পেসার কমিয়েছি। ওই জায়গায় একজন ব্যাটসম্যান বাড়িয়েছি, মিডল-অর্ডার স্পেশালিস্ট। আমাদের টিম কম্বিনেশনে মনে হয়, মিডল-অর্ডারে একটা বিকল্প বাড়ান দরকার, কন্ডিশন ও প্রতিপক্ষ বিবেচনায়। তাই ব্যাটসম্যান বাড়িয়েছি।' 

জাকের এখন পর্যন্ত ২৭ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন জাতীয় দলের হয়ে। প্রথম শ্রেণীর ক্রিকেটে ৪৯ টি ম্যাচ খেলে ২৮৬২ রান করেছেন, যেখানে তার ব্যাটিং গড় ৪০.১২। সবশেষ পাকিস্তান শাহীনসের বিপক্ষে ইসলামাবাদে ২৮৬ বলে ১৭২ রানের ইনিংস খেলেন জাকের। তার ইনিংসে ছিল ১৭ টি চার, ৫ টি ছক্কা।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন জাকের আলী অনিক | বিসিবি | বাংলাদেশ | ভারত