আইন-বিচার

ফের ৩ দিনের রিমান্ডে রাশেদ খান মেনন

বায়ান্ন প্রতিবেদন

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ছবি: সংগৃহীত

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে ফের তিনদিনের রিমান্ডে দিয়েছেন আদালত। শাহবাগ থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় তার রিমান্ডের আবেদন করে পুলিশ।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. ছানাউল্লাহ এ আদেশ দেন।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. মইনুল ইসলাম খান পুলক তাকে পাঁচদিনের রিমান্ডের আবেদন করেন। এর আগে তদন্ত কর্মকর্তা এ বিষয়ে আবেদন করলে মেননকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদের (৪৫) মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় গেলো ২৩ আগস্ট রাশেদ খান মেননকে পাঁচদিনের রিমান্ডে দিয়েছিলেন আদালত। দ্বিতীয় দফায় ২৭ আগস্ট মেননের ছয় দিনের রিমান্ড হয়। সর্বমোট ১১ দিনের রিমান্ডে ছিলেন তিনি।

গেলো ২২ আগস্ট গুলশানের বাসা থেকে গ্রেপ্তার হন সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন। 

এ সম্পর্কিত আরও পড়ুন রাশেদ খান মেনন | রিমান্ড