আর্কাইভ থেকে বাংলাদেশ

দুদকের মামলা: নাজমুল হুদার বিরুদ্ধে সাক্ষ্য ৩০ অক্টোবর

দুদকের মামলা: নাজমুল হুদার বিরুদ্ধে সাক্ষ্য ৩০ অক্টোবর

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে অবৈধ লেনদেনের মিথ্যা অভিযোগে মামলা করায় ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে দুদকের করা পাল্টা মামলার সাক্ষ্যগ্রহণের জন্য ৩০ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।

সোমবার (৩ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমানের আদালত এ আদেশ দেন। দুদকের আইনজীবী এম এ সালাউদ্দিন ইস্কান্দার কিং বিষয়টি নিশ্চিত করেছেন।   

তত্ত্বাবধায়ক সরকারের আমলে নিজের বিরুদ্ধে নিষ্পত্তি হওয়া একটি মামলার রায় বদলে দেয়া ও উৎকোচ চাওয়ার অভিযোগে এস কে সিনহার বিরুদ্ধে ২০১৮ সালে মামলা করেন নাজমুল হুদা। তবে দেড় বছরের তদন্তে নাজমুল হুদার অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

পরে মিথ্যা অভিযোগ করায় ২০২১ সালের ২০ ফেব্রুয়ারি নাজমুল হুদার বিরুদ্ধে পাল্টা মামলা করে দুদক।

এ বছরের ৬ এপ্রিল ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

উম্মে রুম্মান 

এ সম্পর্কিত আরও পড়ুন দুদকের | মামলা | নাজমুল | হুদার | বিরুদ্ধে | সাক্ষ্য | ৩০ | অক্টোবর