আর্কাইভ থেকে আওয়ামী লীগ

আগুনে নাশকতার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগুনে নাশকতার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

ভাসানচরে বসবাসের জন্য সকল সুবিধা বিদ্যমান। সাগর পাড়ের এলাকাটি অত্যন্ত পরিবেশবান্ধব। তাই ভাসানচর যেতে আগ্রহী রোহিঙ্গাদের জন্য সব সময় দরজা খোলা রয়েছে। ভাসানচরে জোর করে কাউকে পাঠানো হবে না। যারা নিজ ইচ্ছায় যাবার কথা বলেছেন এর আগে তাদেরকে কেবল নিয়ে যাওয়া হয়েছে। বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 

আজ বুধবার (২৪ মার্চ) দুপুরে কক্সবাজারের উখিয়ার বালুখালীতে গত সোমবারের ভয়াল অগ্নিকাণ্ডে বিরান রোহিঙ্গা শিবিরটি পরিদর্শনকালে এ কথা বলেন।

এমসয় তিনি আরও বলেন, ‘রোহিঙ্গা শিবিরের অগ্নিকাণ্ড নিয়ে ৮ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হবে। সংঘটিত অগ্নিকাণ্ড নিয়ে যদি তদন্তে কারো বিরুদ্ধে যদি দুরভিসন্ধি বা নাশকতার প্রমাণ পাওয়া যায় তাহলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে’।

মন্ত্রী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শিবিরটি ঘুরে ঘুরে দেখেন। মন্ত্রী এ সময় গৃহহারা রোহিঙ্গাদের মাঝে র‌্যাব বস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।

তিনি গৃহহারা রোহিঙ্গাসহ স্থানীয়দের দুর্ভোগ দ্রুত সময়ের মধ্যে নিরসনের জন্য স্থানীয় প্রশাসনসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর কাজ এগিয়ে নিতেও পরামর্শ দেন। মন্ত্রীর সাথে স্থানীয় এমপি সাইমুম সরওয়ার কমল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তাসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেখ সোহান

এ সম্পর্কিত আরও পড়ুন আগুনে | নাশকতার | প্রমাণ | পেলে | কঠোর | ব্যবস্থা | | স্বরাষ্ট্রমন্ত্রী