আর্কাইভ থেকে বাংলাদেশ

ইজিবাইক-লরির সংঘর্ষ, নিহত এক

ইজিবাইক-লরির সংঘর্ষ, নিহত এক

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ইজিবাইক লরির মুখোমুখি সংঘর্ষে এক নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও সাতজন।

সোমবার (৩ অক্টোবর) রাত ৮টায় কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কের ভাদাত্তীর স্থানে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাজহারুল হক এ তথ্য নিশ্চিত করেন। 

নিহত ব্যক্তির নাম সুলতানা বেগম (৩২)। আহতরা হলেন- ইজিবাইকচালক আরিফ মিয়া (৩০) ও যাত্রী সজিদা (৩৮), আকলিমা (৪০), পারভীন (২৩), খাইরুন (৩০), সনিয়া (২৫) ও পারুল (৪৫)। তারা সবাই ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চরমন্ডল গ্রামের বাসিন্দা।

এসআই মো. মাজহারুল হক জানান, সোমবার রাতে পূবাইলগামী যাত্রীবাহী একটি ইজিবাইকের সঙ্গে ঘোড়াশালগামী একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই ইজিবাইকের এক যাত্রী নিহত হন। একই সঙ্গে ইজিবাইকের চালকসহ আহত হন আরও সাত যাত্রী।

তিনি আরও জানান, অলৌকিকভাবে বেঁচে যায় দেড় বছরের শিশু রোমান। আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানোর পরামর্শ দেয়া হয়।

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন ইজিবাইকলরির | সংঘর্ষ | নিহত | এক