খেলাধুলা

ফুটবলকে বিদায় বললেন রাফায়েল ভারান

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার রাফায়েল ভারান অবসর নিয়েছেন। তিনি একাধিকবার রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছেন। এই ডিফেন্ডার গত জুলাই মাসে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে ইতালিয়ান সিরি-আ এর দল কোমো’তে যোগ দেন।

ফ্রান্সের হয়ে ২০১৮ বিশ্বকাপে নিয়মিত খেলেছেন ভারান। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে তিনি ৩ মৌসুমে ৯৫ ম্যাচ খেলেছেন। সেখানে এফএ কাপ ও লিগ কাপ জিতেছেন। কোমোর সঙ্গে ২ বছরের চুক্তি হয়েছিল ভারানের।

রিয়াল মাদ্রিদের হয়ে ১০ মৌসুম খেলেছেন ভারান। সেখানে ৩৬০ টি ম্যাচ খেলেন তিনি। এরমধ্যে ৩ বার লা লিগা ও ৪ বার জিতেছেন চ্যাম্পিয়নস লিগ। মাদ্রিদের হয়ে ১৮ টি শিরোপা জিতেছেন এই ডিফেন্ডার।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভারান তার অবসর বার্তায় লিখেছেন, ‘সব ভালোরই শেষ আছে।‘ এরপর তিনি নিজের ক্যারিয়ার নিয়ে বিভিন্ন স্মৃতিচারণ করেছেন, পাশাপাশি ধন্যবাদ জানিয়েছেন সকলকে।

এম এইচ//