টি-টোয়েন্টি ক্রিকেটে মোহাম্মদ রিজওয়ানের রেকর্ড ভেঙেছেন নিকোলাস পুরান। এক ক্যালেন্ডার বছরে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান করার রেকর্ড এতদিন রিজওয়ানের দখলে ছিল। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ম্যাচে বার্বাডোজ রয়্যালসের বিপক্ষে ত্রিনিবাগো নাইট রাইডার্সের হয়ে ১৫ বলে ২৭ রানের ইনিংস খেলেন রিজওয়ান।
২০২১ সালে টি-টোয়েন্টি ক্রিকেটে ২ হাজার ৩৬ রান করেন রিজওয়ান। তার রেকর্ড ভেঙে চলতি বছর ২ হাজার ৫৯ রান করেছেন পুরান।
২০২৪ সাল জুড়ে দারুণ ফর্মে আছেন পুরান। যেখানে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলার পাশাপাশি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন তিনি। যেখানে ডারবান সুপার জায়ান্টস, লক্ষ্ণৌ সুপার জায়ান্টস, এমআই এমিরেটস, এমআই নিউ ইয়র্ক, নর্দান সুপার চার্জার্স, রংপুর রাইডার্স।
রিজওয়ান ২০২১ সালে ৪৫ ইনিংস খেলে ২ হাজার ৩৬ রান করেন। যেখানে তার গড় ছিল ৫৬.৬৬। ১ টি সেঞ্চুরি ও ১৮ টি ফিফটি ছিল। এদিকে পুরান ৬৫ ইনিংস খেলেছেন, যেখানে তার গড় ৪২। কোনো সেঞ্চুরি না পেলেও ১৪ টি ফিফটি করেছেন এই ব্যাটার।
এম এইচ//