বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের সূচি চূড়ান্ত হয়েছে। আগামী ১৬ অক্টোবর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকা দল।
সোমবার (৩০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সফর সূচি প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হবে সিরিজের দুটি টেস্ট। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হবে ২১ অক্টোবর। অন্য ম্যাচটি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৯ অক্টোবর থেকে শুরু হবে। সিরিজ শেষ করে ৩ নভেম্বর বাংলাদেশ ছাড়বে সফরকারী দল।
চলতি মাসে দক্ষিণ আফ্রিকার ৪ সদস্যের প্রতিনিধি দল ঢাকায় আসে। মূলত বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় কিছুটা নিরাপত্তা শঙ্কা নিয়ে চিন্তিত ছিল প্রোটিয়ারা। তাই পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী দক্ষিণ আফ্রিকা দল বাংলাদেশে আসবে কি না, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল।
চার সদস্যের নিরাপত্তা দল বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করে ইতিবাচক সিদ্ধান্ত জানিয়েছে। ফলে দক্ষিণ আফ্রিকা দলের বাংলাদেশ সফরে এখন কোনো বাধা নেই। সবশেষ ২০১৫ সালে বাংলাদেশ দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে প্রোটিয়ারা।
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজ সূচি
২১ থেকে ২৫ অক্টোবর - ১ম টেস্ট - ঢাকা
২৯ অক্টোবর থেকে ২ নভেম্বর - ২য় টেস্ট - চট্টগ্রাম
এম এইচ//