খেলাধুলা

নিউজিল্যান্ডের টেস্ট দলের দায়িত্ব ছাড়লেন টিম সাউদি

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন টিম সাউদি। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ হারের পর এই সিদ্ধান্ত নিলেন তিনি। সাউদি সরে যাওয়াতে অধিনায়কের দায়িত্ব পালন করবেন টম লাথাম।

নিউজিল্যান্ড দলকে ১৪ টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন সাউদি। যেখানে ছিল ৬ টি ছয়, ৬ টি পরাজয় ও ২ টি ড্র। এই কিউই পেসার ২০২২ সালে কেন উইলিয়ামসনের কাছ থেকে দায়িত্ব নেন।

শ্রীলঙ্কার বিপক্ষে গলে প্রথম টেস্টে নিউজিল্যান্ড বেশ চেষ্টা করেছিল ম্যাচ জিততে। কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। এরপর দ্বিতীয় টেস্টেও হার দিয়ে শেষ করে সফরকারীরা। এই মাসের শেষদিকে ভারতের বিপক্ষে ৩ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে নিউজিল্যান্ড।

সাউদি তার অভিব্যক্তি জানিয়ে বলেন, ব্ল্যাকক্যাপসদের অধিনায়কত্ব করা আমার জন্য বিশেষ একটা ব্যাপার। এর মধ্যে আছে অনেক সম্মান ও বিশেষ অধিকার।

আমি আমার ক্যারিয়ারে সবসময় চেষ্টা করেছে দলকে প্রথমে এগিয়ে নিতে এবং আমার মনে হয়েছে এই সিদ্ধান্ত দলের জন্য সবচেয়ে ভালো।

সাউদি জানিয়েছেন, দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত তার। তিনি মনে করেন এখন টম লাথামের এগিয়ে আসার সময়।

চলতি বছর সাউদির ফর্ম অবশ্য খুব একটা ভালো নয়। সবশেষ ৮ টেস্ট খেলে সংগ্রহ করেছেন ১২ টি উইকেট নিয়েছেন। অধিনায়কের দায়িত্ব থেকে সরে যাওয়াতে দল নির্বাচনের ক্ষেত্রে এই পেসারকে নিয়ে এখন কিছুটা চিন্তা করবে হয়তো নির্বাচকরা।

ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের ১৫ সদস্যের স্কোয়াড খুব শীঘ্রই ঘোষণা করা হবে।

এম এইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন নিউজিল্যান্ডের | টেস্ট | দলের | দায়িত্ব | ছাড়লেন | টিম | সাউদি