আর্কাইভ থেকে বাংলাদেশ

১৩৫ জেলে কারাভোগ শেষে দেশে ফিরলেন

১৩৫ জেলে কারাভোগ শেষে দেশে ফিরলেন

বঙ্গোপসাগরে অবৈধভাবে প্রবেশ করে মাছ শিকারের অপরাধে দীর্ঘ তিন মাস চার দিন কারাভোগ শেষে নিজ দেশে রওনা হয়েছেন ১৩৫ জন ভারতীয় জেলে।

মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে আদালত জেলেদের মুক্তির আদেশ। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

বাগেরহাটের জেল সুপার এস এম কামরুল হুদা ও বাগেরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান মুক্তি পাওয়া ভারতীয় জেলেদের খুলনাস্থ ভারতীয় হাইকমিশনের সহকারী হাইকমিশনার ইন্ডার জিৎ সাগরের কাছে হস্তান্তর করেন।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, এফবি মা করুণাময়ী, মা তারা, তারা মা, কৌশিক, সুস্মিতা, অনিক ও জয়লক্ষ্মী নামক দুটিসহ মোট আটটি ট্রলারে ১৩৫ জন ভারতীয় জেলে দক্ষিণ-চব্বিশ পরগোনার উদ্দেশে মোংলা ছেড়েছেন। ভারত থেকে এসব জেলেদের নিতে আসা তাদের স্বজনেরাও এ ট্রলারে রওনা হয়েছেন।

উল্লেখ্য, বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার সময় গত ২৭ জুন আটটি ট্রলারসহ ১৩৫ ভারতীয় জেলেকে আটক করে নৌবাহিনীর সদস্যরা। এর মধ্যে গত ২৮ জুন চারটি ট্রলার ও ৬৮ জেলে এবং ২৯ জুন চারটি ট্রলার ও ৬৭ জেলেকে মোংলা থানা পুলিশে হস্তান্তর করেন নৌবাহিনী।

উম্মে রুম্মান 

এ সম্পর্কিত আরও পড়ুন ১৩৫ | জেলে | কারাভোগ | শেষে | দেশে | ফিরলেন